সামাজিক দূরত্ব গণ্ডী এঁকে দিলো বিডি ক্লিন পীরগঞ্জ শাখা
সেবু মোস্তাফিজ ।। পীরগঞ্জ (রংপুর) থেকেঃ রংপুরের পীরগঞ্জে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দোকানের সামনে বিডি ক্লিন পীরগঞ্জ শাখা সামাজিক দূরত্ব গণ্ডী এঁকে দিয়েছে জনস্বার্থে। গত ৩১ মার্চ তারা পীরগঞ্জ সদরে স্ট্যাণ্ড থেকে থানা পর্যন্ত জনগুরুত্বপূূর্ণ সড়কের দুপাশের ছোট বড় সকল দোকানের সামনেই এই গণ্ডী এঁকে দেয়। উল্লেখ্য বিডি ক্লিন পীরগঞ্জ শাখার সদস্যরা অধিকাংশ স্কুল কলেজ পড়ুয়া। তারা দীর্ঘদিন থেকেই উপজেলায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে আসছে। করোনা প্রাদুর্ভাবের আশংকায় তারা সামাজিক কাজে এগিয়ে এসেছে। তাদের কে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। বিডি ক্লিন পীরগঞ্জ শাখার প্রধান সমন্বায়ক মোবাশ্বের আলী সবাইকে এই দূর্যোগে নিজ নিজ দায়িত্ব পালনসহ সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি,জনসংযোগ নিরধ বিধি মানাসহ সামাজিক দূরত্ব বজাই রাখার আহ্বান জানায়।
কোন মন্তব্য নেই