খোলা চিঠি-০২।। করোনা ! লকডাউনে সর্বসাধারণের স্বার্থে করণীয়।
একটি খোলা চিঠি-২
প্রসঙ্গঃ করোনাা! লকডাউনে সর্বসাধারণের স্বার্থে করণীয়।
প্রতি
উপজেলা করোনা প্রতিরোধ কমিটি-পীরগঞ্জ-রংপুর।
তর্ক-বিতর্ক,দোষ ধরা,নিন্দা করা ইত্যাদি ইত্যাদির সময় আজ নেই। দয়া করে ভীতি ছড়ানো থেকে বিরত থাকি। গঠনমূলক পরামর্শ দিয়ে প্রশাসন কে সহযোগিতা করি। নিজ দায়িত্বে লকডাউন হই। গণ জমায়েত এড়িয়ে চলি।
উপজেলার করোনা প্রতিরোধ কমিটির কাছে বিনয়ের সাথে কয়েকটি প্রস্তাবনা-
১। বাজারঘাট গণজমায়েতের অন্যতম স্থান। মাছহাটি,কাঁচামালহাটি,দুধহাটি সর্বত্র মানুষ গিজ গিজ করে। সামাজিক দূরত্ব বজায় কোনভাবেই সম্ভব নয়।
সেক্ষেত্রে
ক। ভ্রাম্যমান বাজার ব্যবস্থা করা যেতে পারে।
খ। বড় কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে নির্দিষ্ট দূরত্বে দোকান বসানোর ব্যবস্থা এবং দোকানের সামনে সামাজিক দূরত্ব রক্ষায় স্থান নির্ধারণ করে দ্রুততম সময়ের মধ্যে কেনাকাটার ব্যবস্থা করা যেতে পারে।
গ। স্থানীয় প্রশাসন এবং স্থানীয় সরকার ব্যবস্থা কে কাজে লাগিয়ে হোম ডেলিভারি সার্ভিস চালু করা যেতে পারে। এ বিষয়ে ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা যেতে পারে।
ঘ। যেকোন দূসময়ের জন্য সেচ্ছাসেবী দল গঠনের মাধ্যমে গৃহবন্দী মানুষের পাশে দাঁড়ানো যেতে পারে।
এই দূর্যোগ এড়াতে লকডাউনের কোন বিকল্প নাই।
তারপরও যেকোন সেবামূলক কাজের জন্য আমি প্রস্তুত।
সেবু মোস্তাফিজ
প্রতিনিধি
দৈনিক যায়যায়দিন
পীরগঞ্জ-রংপুর।
কোন মন্তব্য নেই