পীরগঞ্জে কর্মহীন মানুষের মাঝে অংকুর ইন্টারন্যাশনাল এর খাদ্য সহায়তা
রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যহত রেখেছে অংকুর ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংগঠন। বুধবার ২২/০৪/২০ তারিখে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও একতাবাজার শিশুকানন কিন্ডার গার্টেন মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র শিল্পপতি প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্তর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ইউনিয়নের ২শ ২৫ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ পর্যন্ত দুটি ইউনিয়নে ৪শ ৬৫ টি পরিবরে খাদ্য সহায়তা দিয়েছে সংগঠন টি। জানা যায় পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে পর্যায় ক্রমে প্রায় ৪ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।
অদ্য খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল, উপজেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম লালু, উপজেলা আ’লীগের সাবেক সদস্য প্রবীন নেতা মজিবর রহমান উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক সুধীর কুমার, ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি লাবলু মিয়া, হাজী বয়েন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান খোকন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মোঃ মন্টু মিয়া, সাধারন সম্পাদক শাহিন মিয়া,সাংবাদিক শাহ্ মোঃ রেজাউল করিম,যুবলীগ নেতা রাজু মন্ডল, পৌর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক পবিত্র কুমার পাল প্রমুখ।
কোন মন্তব্য নেই