রংপুরের পীরগঞ্জে করোনা আক্রান্ত শুণ্য!
(সেবু মোস্তাফিজ) পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে শতাধিক প্রবাসী এবং সরকারি ছুটি ঘোষণার পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার মানুষ এলেও এখন পর্যন্ত করোনা আক্রান্ত এবং কারো মধ্যে লক্ষণ আছে এমন একজনও পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়,পীরগঞ্জে করোনার উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় শতাধিক প্রবাসী বাড়িতে এসেছে। ইতিমধ্যে তাদের কোয়ারেন্টাইন সময় অতিবাহিত হয়েছে। অন্য দিকে সরকারি ছুটি ঘোষণার পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় কয়েক হাজার মানুষ ছুটি কাটাতে বাড়িতে এসেছে। এখন পর্যন্ত তাদের কারো মধ্যে করোনার কোন লক্ষণ দেখা যায়নি মর্মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন বুলেট জানান। এদিকে পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, কোনভাবেই মানুষ কে সচেতন করা যাচ্ছে না। কোন গুরুত্বই দিচ্ছে না তারা এই করোনার বিশ্বব্যাপি ভয়াবহতা। জনস্বার্থে প্রয়োজনে লাঠি পেটা করলে তখনতো আবার অনেকেই বলবে পুলিশ ভালো না।
কোন মন্তব্য নেই