 |
মানবতার_কন্যা পুষ্পিতা |
রংপুরের পীরগঞ্জ কসিমন নেসা বালিকা বিদ্যালেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী তানজুম আলম পুষ্পিতা।
উদ্ভুত করোনা পরিস্থিতির শিকার প্রতিবেশীর পাশে দাঁড়ালো বটগাছের মত। ত্যাগ করলো নিজের ঈদ খুশি। বাবার দেয়া ঈদ খরচের পুরো টাকায় বিশ জনের খুশি কিনে দিলো। লাচ্ছা,পোলাওয়ের চাল, চিনি,তেল, সাবান কৌটার দুধ,কিছমিছ বাদাম কিনে পুষ্পিতার ঈদ উপহার বিতরণের নৈতিক দায়িত্ব পালন করলেন লায়ালা আন্তাহার বানু এ্যামিলি। পুষ্পিতার উদারতায় আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন,ভালো গাছের ভালো ফল।
মানবতার কন্যা পুষ্পিতা
Reviewed by
Razu Mondal
on
মে ১৭, ২০২০
Rating:
5
কোন মন্তব্য নেই