Breaking News

পীরগঞ্জে আনন্দাশ্রমে যুক্ত হলো আরও ২ জন পিতা

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে "সউ"আনন্দাশ্রম কর্মসূচি'র আওতায় আনন্দাশ্রমে নতুন করে আরও দুই জন পিতা যুক্ত হয়েছে। গতকাল ২০ জুন সকাল সাড়ে ১১টায় তাদের হাতে ১০ দিনের খাদ্য সহায়তা তুলে দেন সামাজিক উদ্যোগ(সউ)এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজ। সূত্রে জানা যায়,"পাড়ায় পাড়ায় আর কোনো বৃদ্ধাশ্রম নয়;ঘরে ঘরে যেনো আনন্দাশ্রম হয়।"এই স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডে গত ১ জুন থেকে আনন্দাশ্রম কার্যক্রম চালু হয়। এতে অসহায় বয়ষ্ক পিতা-মাতা যাতে নিজ গৃহে নিজ সন্তানের সাথে সুখ-শান্তিতে অবস্থান করতে পারে সে লক্ষে তাদের খাদ্য-বস্ত্র ও চিকিৎসা প্রদান করবে "সউ"। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার নতুন করে আরও দুই জন পিতা সংযুক্ত করা হয়। এ পর্যন্ত মোট সাতটি আনন্দশ্রাম গঠিত হলো। আপাতত এই কর্মসূচিতে এই কর্ম এলাকায় ১০টি আনন্দাশ্রম গড়ে তোলা হবে মর্মে জানান সেবু মোস্তাফিজ। তিনি আরও বলেন,ব্যক্তি পর্যায়ের সহযোগিতা এবং সরকারি ও বে-সরকারি অনুদান পেলে এই কর্মসূচি বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করবে।

কোন মন্তব্য নেই