একটি মানবিক সাহায্যের আবেদন সুমনকে সহায়তায় এগিয়ে আসুন!
রাশেদুন্নবী সুমন মিয়া দুই সন্তানের জনক। বয়স ৩৫-৩৬ হবে তরতাজা উদ্দ্যেমী যুবক। পীরগঞ্জে কর্মজীবন শুরুর দিকে স্টুডিও ব্যবসা করতেন। বর্তমানে আউটসোসিং এ ছোটভাইয়ের সাথে স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন ১৫-২০ জনকে বেকার যুবককে। পিতা নুরুন্নবী মিয়া খাজা খলিফা নামে পীরগঞ্জে সবার কাছে পরিচিত। পীরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড প্রজাপাড়ায় বাসা। একমাত্র ছেলে নবম শ্রেনীতে পড়াশুনা করে। মেয়ে এখনও স্কুলে যাওয়া শুরুই করেনি। হঠাৎ এমন সময় দুইটা কিডনী নষ্টর পথে। ভারতের শিলিগুড়ির চিকিৎসক ডাক্তার ভাস্কর রায়ের কাছে চিকিৎসা সেবা নিচ্ছেন। সুমনের ডান পাশ্বের্র কিডনী শতভাগ অকেজো, বাম কিডনীটিও অকেজোর পথে। সুমনকে ডাক্তার ১৬ মাসের মধ্যে অস্ত্রোপাচারের পরামর্শ দিয়েছেন এরই মধ্যে বিশ্বব্যাপী দেখা দিয়েছে মহামারী করোনা । অস্ত্রোপাচারে খরচ লাগবে ১২ লক্ষাধিক টাকা। সুমন এখন হাঁটতে পারছে না । অর্থাভাব লেগেই আছে। তাই তিনি সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
কোন মন্তব্য নেই