মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হাইস্কুল সমূহের ২০২১ সালের ভর্তি ফরম
দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। প্রযুক্তির ছোয়ায় এগিয়ে যাচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের ভর্তির সময় অনেক তথ্য সংগ্রহ করতে যা পরবর্তীতে রেজিষ্ট্রেশন, উপবৃত্তিসহ বিভিন্ন পোর্টালে আপলোড করতে হয়। দেশের বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থার চাহিদা ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক হাইস্কুল সমূহের ২০২১ সালের ভর্তি ফরম পাঁচগাছী ইউডিসি ডট কমমএর পাঠকদের জন্য দেওয়া হল।
২০২১ সালের মাধ্যমিক বিদ্যালয় সমূহ অর্থ্যাৎ বেসরকারি হাইস্কুল সমূহের শিক্ষার্থী ভর্তির সময় নতুন ভর্তি ফরমটি ব্যবহার করে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে যা পরবর্তী সময়ে বিভিন্ন পোর্টালে আপলোড বা বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
কোন মন্তব্য নেই