Breaking News

শুভমুক্তি নাটিকা ‘ফকির মিশন’।


রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাংগা রচিত নাটিকা- ফকির মিশন ইউটিউব চ্যানেল (Ranga Sarker) সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পেয়েছে। ০৮ চরিত্রের এই নাটিকাটিতে সামাজিক অসংগতি ও আধুনিক অপসংস্কৃতিকে নিখুঁতভাবে তুলে ধরেছেন নাট্যকার। ২০ মিনিট ৫৯ সেকেন্ডের এই নাটিকাটিতে অভিনয় করেছেন ছাব্বির, বেলাল, রকি, শামসুল, রিশাদ, মাসুদ, নিকসন ও সোহেল। 

উল্লেখ্য, এর আগে শিক্ষক, কলামিস্ট, কবি ও নাট্যকার আশরাফুল ইসলাম রাংগা সরকারের প্রতিবন্ধি অধিকার নিয়ে ‘হলুদ ফুল’ ও করোনা মহামারী নিয়ে লেখা ‘নিম পাতা’ নামের আরও দুটি নাটিকা ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পায়।

রাংগা সরকার বলেন- “ শিক্ষতার পাশাপাশি খানিকটা শখের বশেই নাটক লিখে নিজ পরিচালনায় শ্যুটিং ও নিজস্ব কম্পিউটারে এডিটিং করে আসছি। তবে ভালো ক্যামেরা না থাকার কারণে মোবাইল দিয়ে ভিডিও করতে হয়। ফলে ছবির (ভিডিও) কোয়ালিটি এবং শব্দ ভালো আসেনা। একটা উন্নতমানের ভালো ক্যামেরা ও সাউন্ড ক্যাচার হলে আরও সুন্দর সুন্দর কাজ হয়ত উপহার দিতে পারতাম।“

চরবাসী অসহায় মানুষদের নিয়ে পরবর্তী নাটিকার প্রস্তুতির কথাও তিনি জানান।

কোন মন্তব্য নেই