অন্যরকম এক মুক্তিযোদ্ধা।। An exclusive freedom fighter
আফসার আলী আনুমানিক ১৯৪৭ খ্রিস্টাব্দে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর গ্রামের কুটিপাড়ায় হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আসকর আলী ও মাতা মোছা.আরেছা খাতুন। জন্মই যেন জন্ম পাপ। অর্থনৈতিক টানাপড়েন থাকায় আট বছরের আফছার হাতে লাঠি কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়েন। ভিক্ষা করেন বাড়ি-বাড়ি। কোনো-কোনোদিন সন্ধ্যা হলে বাড়িতেই ফিরতে পারতেননা।
তিনি গ্রামে-গ্রামে,পাড়ায়-পাড়ায়, হাটে-বাজারে গেয়ে যান গজল ও কবিতা। বিনিময়ে বেঁচে থাকার মতো আয়ও হয়। ১৯৬৭ খ্রিস্টাব্দে আফছার কবিতা রচনা করেন আইয়ুব খাঁনের স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে। তাছাড়া তিনি পাকিস্তানি আমল থেকে স্বৈরশাসক এরশাদের সময়ে তাঁর সৃষ্ট গানের মাধ্যমে প্রতিবাদ করে গেছেন, তুলে ধরেছেন তৎকালীন ক্ষমতাসীনদের বৈষম্য-নিপীড়িনের চিত্র। পথে পথে গান,কবিতা শুনিয়েও যে অন্যায়, বৈষম্য, শোষণের প্রতিবাদ করা যায় তারই এক ভিন্ন দৃষ্টান্তের নাম আফসার আলী। ওইসময়ে তাঁর রচিত কবিতা জনপ্রিয়তা পায় ও মুক্তিযুদ্ধে জনসাধারণ বেশ উদ্বুদ্ধ হয়। বিজয়ের পর তিনি রচনা করেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে নানা কবিতা। কবিতার প্রতিটি চরণ নিরক্ষর আফছারের নিজের সৃষ্টি। জীবনযুদ্ধের পেশায় তাঁর রচিত কবিতায় আছে গভীর দেশপ্রেম ও মুক্তিকামি মানুষের মুক্তির গান। আজও জনপ্রিয় তিনি। গলায় তেমন জোর নাই। কিন্তু সুর ঠিকই আছে।
মূল পোস্টঃ Magic First Step
কোন মন্তব্য নেই