GST-Universities Integrated Admission System 2020
২০২০-২০২১ শিক্ষাবর্ষে GST (General Science and Technology) ভুক্ত ২০ টি সরকারি বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয় সমূহের নাম) -য়ে একটি মাত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা প্রথমবর্ষে ভর্তির সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহন পূর্বক প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উল্লেখিত যে কোন একটি বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিভাগে ভর্তি হতে পারবে। প্রত্যেক শিক্ষার্থী তার এইচএসসি/সমমান পরীক্ষার শাখা (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) মোতাবেক একটিমাত্র ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবে। দুটি পর্যায়ে আবেদন করতে হবে–
(১) প্রাথমিক আবেদন
(২) চুড়ান্ত আবেদন (প্রাথমিক আবেদনের ভিত্তিতে চুড়ান্ত আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হলে)।
(২) চুড়ান্ত আবেদন (প্রাথমিক আবেদনের ভিত্তিতে চুড়ান্ত আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হলে)।
ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের সার্বিক ভর্তি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার জন্য ভর্তি নির্দেশিকাটি (Prospectus) অত্যন্ত মনোযোগ সহকারে পড়া অত্যাবশ্যক ।
বিভাগ ( Unit ) | যে সকল শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবে | ন্যূনতম যোগ্যতা |
বিজ্ঞান শাখা ( Unit-A ) | বিজ্ঞান, মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনাল (এইচএসসি) | ২০১৬, ২০১৭, ২০১৮ সালে এসএসসি/সমমান ও ২০১৯, ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৮.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয়। |
মানবিক শাখা ( Unit-B ) | মানবিক, মাদ্রাসা (সাধারণ),মাদ্রাসা (মুজাব্বিদ),সংগীত,গার্হস্থ অর্থনীতি, ইসলামিক স্টাডিস | ২০১৬, ২০১৭, ২০১৮ সালে এসএসসি/সমমান ও ২০১৯, ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয় । |
বাণিজ্য শাখা ( Unit-C ) | বাণিজ্য, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), ডিপ্লোমা ইন কমার্স | ২০১৬, ২০১৭, ২০১৮ সালেএসএসসি/সমমান ও ২০১৯, ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.৫ এর নিচে নয়। |
কোন মন্তব্য নেই