আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২১
আনসার ব্যাটালিয়ন নিয়োগ (২০২১) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩৫০টি অস্থায়ী ‘ব্যাটালিয়ন আনসার ‘ পদে (শুধুমাত্র পুরুষ) নিয়োগ দেয়া হবে। নিয়োগপ্রাপ্তদের ৬ বছর সন্তোষজনক চাকরি সমাপনান্তে স্থায়ী করা হবে।
আবেদনের সময়সীমা : ৯ আগস্ট থেকে ২৬ আগস্ট ২০২১।
অনলাইনে আবেদন যেভাবে : www.ansarvdp.gov.bd ওয়েবসাইটে গিয়ে “ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন” লিংকে গিয়ে ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে হবে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
বয়স : ১৮-২২ বছর (২৬ আগস্ট ২০২১ তারিখের হিসাবে)
শারীরিক যোগ্যতা : উচ্চতা (সর্বনিম্ন) – সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি।
বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ৩২-৩৪ ইঞ্চি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি ।
দৃষ্টি শক্তি : ৬/৬।
কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে বাছাইয়ে নির্বাচন করা হবে না।
অগ্রাধিকার : অধিক উচ্চতা, তালিকাভুক্ত আনসার-ভিডিপি সদস্য ও ক্রীড়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
No comments