২৩৫ পদে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ PDF প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রথম প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.railway.gov.bd -এ। সহকারী স্টেশন মাস্টার পদে মোট ২৩৫ জন যোগ্য লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে পারেন আপনিও। আবেদনের শেষ সময় ০৬ অক্টোবর ২০২১ তারিখ। আবেদন যোগ্যতা কি? কিভাবে আবেদন করবেন? চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশ রেলওয়ে চাকরির নিয়োগ ২০২১ সার্কুলার -এর আলোকে।
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যাবলী |
---|
পদ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী এবার শুধুমাত্র সহকারী স্টেশন মাস্টার পদে ২৩৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। চাকরিটি ১৫ তম গ্রেডের। বেতন স্কেল হচ্ছে ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা। তবে রেলওয়ে পোর্টার, রেলওয়ে পুলিশ কিংবা নিরাপত্তা বাহিনী পদ সমূহে এবার লোক নিয়োগ দেওয়া হবে না। আবেদন যোগ্যতা বাংলাদেশ রেলওয়ে তে সহকারী স্টেশন মাস্টার পদে চাকরির যোগ্যতা নিচে তুলা ধরা হলো- বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ০১ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হতে হবে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে পারবে। উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ে চাকরির খবর ২০২১ অনুসারে, মুক্তিযোদ্ধা কোটাধারী এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অবশ্যই স্নাতক পাশ করতে হবে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএ সহ। অন্যান্য তথ্য বাংলাদেশ রেলওয়ে তে চাকরির জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রায় সকল জেলার লোক। তবে শুধুমাত্র ঝালকাঠি জেলার সাধারণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। ঝালকাঠি জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ। চাকরিরত কোন প্রার্থী আবেদন করতে চাইলে করতে পারবেন। তবে সঠিক কর্তৃপক্ষের মাধ্যমে তা করতে হবে। চাকরিরত প্রার্থীগণ আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনে টিক দিবেন। তবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে না। সহকারি স্টেশন মাস্টার পদে নিয়োগের ক্ষেত্রে সরকার প্রদত্ত সকল বিধি-বিধান অনুসরণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যে কোন প্রয়োজনে কর্তৃপক্ষ শূন্য পদের সংখ্যা বাড়াতে কিংবা কমাতে পারবেন। চাইলে রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 -ও বাতিল করতে পারবেন। কর্তৃপক্ষ এই অধিকার রাখেন। |
আবেদনের সময়সীমা
অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন ০৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ১০.০০ টা হতে। আবেদন প্রক্রিয়া চলবে টানা ০১ মাস। অর্থাৎ আবেদন করতে পারবেন ০৬ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ০৫.০০ টা পর্যন্ত।
বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম পূরণ পদ্ধতি
বাংলাদেশ রেলওয়ে আবেদন ফরম পূরণ করতে হবে অনলাইনে। কিভাবে আবেদন ফরম পূরণ করবেন চলুন তা দেখে নেওয়া যাক।
১) প্রথমে br.teletalk.com.bd এই লিঙ্ক ভিজিট করুন।
২) এপ্লাই নাউ (Apply Now) অপশনে ক্লিক করুন।
৩) “Assistant Station Master” -এ ক্লিক করুন।
৪) “Yes” রেডিও বাটন চেক দিন যদি Alljobs এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন, যদি না হয়ে থাকেন “No” রেডিও বাটন চেক দিন। তারপর “Next” বাটনে প্রেস করুন।
৫) এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন। যথাযথ তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন। সবশেষে তথ্য যাচাই করে সাবমিট করুন।
মনে রাখা প্রয়োজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দু’টি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।
No comments