Breaking News

পীরগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি যারা


সারাদেশে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে ২য় ধাপে ৮৪৮টি ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচন, ১১নভেম্বর সামনে রেখে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে শুরু হয়েছে ইউপি নির্বাচন।

গত বুধবার, ০৭/১০/২১ইং প্রকাশিত পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের নৌকার মাঝি হলেন যারা,

(১) ১নং চৈত্রকোল ইউনিয়নের নৌকা মাঝি হলেন,মোঃ আরিফুজ্জামান শাহ্।

(২) ২নং ভেন্ডাবাড়ী ইউনিয়নের নৌকার মাঝি হলেন, মোঃ সাদেকুল ইসলাম সাদেক,

(৩) ৩নং বড় দড়গাহ্ ইউনিয়নের নৌকার মাঝি হলেন,বীরমুক্তিযোদ্ধা নরুল হক,

(৪) ৪নং কুমেদপুর ইউনিয়নের নৌকার মাঝি হলেন, মোঃ আমিনুল ইসলাম।

(৫) ৫নং মদনখালী ইউনিয়নের নৌকার মাঝি হলেন, মোঃ শামসুল আলম।

(৬) ৬নং টুকুরিয়া ইউনিয়নের নৌকার মাঝি হলেন, বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান,

(৭) ১০নং শানেরহাট ইউনিয়নের নৌকার মাঝি হলেন, মোঃ মেসবাহুল রহমান।

(৮) ১১ নং পাঁচগাছী ইউনিয়নের নৌকার মাঝি হলেন, মোঃ বাবলু মিয়া।

(৯) ১৪নং চতরা ইউনিয়নের নৌকার মাঝি হলেন , এনামুল হক শাহীন,

(১০) ১৫ নং কাবিল ইউনিয়নের নৌকার মাঝি হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।

সেই সাথে আসন্ন ইউনিয়ন নির্বাচন উপলক্ষে দলীয় প্রতিক পাওয়ায়, সকল নৌকা প্রার্থীকে  শুভেচ্ছা ও অভিনন্দন।

কোন মন্তব্য নেই