Breaking News

পিআইবির সাংবাদিকতায় মাস্টার্স কোর্স: আবেদন ৭ ডিসেম্বর পর্যন্ত


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেগণমাধ্যম ও সাংবাদিকতা’ বিষয়ে মাস্টার্স কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। ২ বছর মেয়াদি এই কোর্সে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছে। ভর্তির জন্য আবেদন করা যাবে ৭ ডিসেম্বর পর্যন্ত।


এরপর ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১০ ডিসেম্বর। ভর্তির ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশা- সংশ্লিষ্টদের অগ্রাধিকার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পিআইবির গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই যে কোনো বিষয়ে স্নাতক (সম্মান/পাস) অথবা সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষাতেই ৩য় শ্রেণি অথবা কোনো পরীক্ষাতেই সিজিপিএ ৫-এর মধ্যে ২.৫০ অথবা ৪-এর মধ্যে ২.২৫ এর নিচে থাকতে পারবে না।


বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে।কোন মন্তব্য নেই