নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান চায় পরিবার
গাইবান্ধার সাদুল্যাপুরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী রিদয় ও সাখাওয়াতের সন্ধান চায় পরিবার।
গত বুধবার (৯ মার্চ) বিকেলে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তরফকামাল ছান্দিয়াপুর আল-মাদরাসাতুল নাছিহাতুল উম্মাহ ক্বওমী হাফিজিয়া মাদ্রাসার আবাসিক শিশু শিক্ষার্থী রিদয় মিয়া উজ্জল (৯) ও সাখাওয়াত মিয়া (১৪) নিখোঁজ হয়।
রিদয়ের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার ছয়গড়িয়া গ্রামে হলেও নানার বাড়ি পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের পাইকান গ্রামে স্থায়ী ভাবে বসবাস করছেন।
অপর শিক্ষার্থী পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কেশবপুর গ্রামের আলমগীরের ছেলে। এ ব্যাপারে রিদয়ের বাবা গত ১৩ ই মার্চ সাদুল্যাপুর থানায় একটি সাধারন ডাইরী করেছেন যার নম্বর-৬২০।
শিশু রিদয় মিয়া উজ্জলের গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট, হারিয়ে যাবার সময় পড়নে ছিলো সাদা পাঞ্জাবী ও পায়জামা। যদি কোন সহৃয়বান ব্যাক্তি উক্ত নিখোঁজ রিদয় মিয়া উজ্জলের সন্ধান পেয়ে থাকে দয়া করে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
সন্ধান দাতাকে উপযুক্ত পুরষ্কার প্রদান করা হবে। রিদয়ের বাবা মোঃ নান্নু মিয়া ০১৭৪৬-৬৮৮১৯৩, মাওলানা সাদেকুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা ০১৭৯১-৮৯৬৩৩২।
কোন মন্তব্য নেই