Breaking News

উপায় এবং ফসল ডটকম লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন।


দেশের জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস উপায় ও দেশে অন্যতম বৃহৎ ফ্রেস ফুড সাপ্লাই কোম্পানি ফসল ডটকমের সাথে আজ বিকেলে উপায়ের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। 


এই চুক্তির মাধ্যমে ফসল ডটকম লিমিটেডের দেশব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন প্রান্তের কর্মীদের বেতন প্রদান সহ গ্রাহকের টাকা গ্রহন, কৃষকদের বিল পরিশোধ সহ বিভিন্ন ধরনের লেনদেনে উপায় ব্যবহার করা হবে। 

ফসল ডটকম লিমিটেড দেশের প্রান্তিক পর্যায়ের কৃষক থেকে সব ধরনের সবজি জাতীয় পণ্য সারাদেশে ডিস্ট্রিবিউশনে কাজ করছে। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় কোম্পানির উর্ধতন কর্মকর্তাগন। তার মধ্যে উপায়ের চিপ সেলস ও সার্ভিস অফিসার ইমন কল্ল্যান দত্ত, ডেপুটি ডিরেক্টর - বিসনেস সেলস সাকিব আলতাফ, এসিস্টেন্ট ডিরেক্টর বিজনেস সেলস - হাসান মোহাম্মদ জাহিদ, ডেপুটি ডিরেক্টর -ডিস্ট্রিবিউশন ইমন এ হোসাইন, একাউন্ট ম্যানেজার- বিসনেস সেলস- কাজি নুসরাত, অপরদিকে ফসল ডটকম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন, কো ফাউন্ডার ও চিপ অপারেটিং অফিসার- মামুনুর রশিদ, সিনিয়র ম্যানেজার ফাইনান্স - মো আমিনুর রহমান রাতুল, সিনিয়র ম্যানেজার এইচআর- মাহমুদুল হাসান খান সজিব, এইচআর এক্সিকিউটিভ- সাবিরা আক্তার শৈতি।

কোন মন্তব্য নেই